পা দিয়ে এইচএসসি পাস, এনআইডির জন্য ঘুরছেন অদম্য জসিম
তবে শিক্ষা ও জীবনের নানা সংগ্রাম জয়ের পরও এবার থেমে গেলেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের ক্ষেত্রে। জন্মনিবন্ধন সনদ ও বাবা-মায়ের এনআইডি থাকলেও শুধুমাত্র আঙুলের ছাপ দিতে না পারায় এখনো মেলেনি তার কাঙ্ক্ষিত এনআইডি কার্ড।