News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৩, ৮ নভেম্বর ২০২৫

চলতি বছরের সব মাহফিল স্থগিত করলেন আজহারী

চলতি বছরের সব মাহফিল স্থগিত করলেন আজহারী

মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

চলতি বছর উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

আজহারী লিখেছেন, 'উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এ বছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।'

পোস্টের কমেন্টে তিনি বলেন, 'গত বছর আটটি বিভাগে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে বিপুল জনসমাগম হয়েছিল এবং সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করে বলেন, “লাখো মানুষের জমায়েত সামাল দিতে সেনাবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা যে পেশাদারিত্ব দেখিয়েছেন, তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার।'

দেশে নির্বাচনকেন্দ্রিক আমেজ সৃষ্টি হওয়ায় এ বছর বড় পরিসরের মাহফিল না করার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে আজহারী বলেন, 'আসন্ন জাতীয় নির্বাচন আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডিসেম্বর ও জানুয়ারিতে রাজনৈতিক দলগুলো বড় সমাবেশ করবে। এসব কর্মসূচি ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর চাপ বাড়বে। তাই আমাদের পক্ষ থেকে নতুন কোনো প্রোগ্রাম আয়োজন যুক্তিযুক্ত হবে না।'

তিনি আরও জানান, 'নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিবেশে আমরা আবারও তাফসিরুল কুরআনের ঐতিহাসিক প্রোগ্রামগুলো আয়োজন করব, ইনশাআল্লাহ।'

নিজের প্রতিষ্ঠিত সংস্থা ‘হাসানাহ ফাউন্ডেশন’-এর কার্যক্রম নিয়েও এ সময় কথা বলেন আজহারী। তিনি লিখেছেন, 'শিক্ষাখাতে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে এ বছরই হাসানাহ ফাউন্ডেশন যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান হিসেবে এখন ফাউন্ডেশনের কার্যক্রমেই সম্পূর্ণ মনোনিবেশ করছি।'

আরও পড়ুন: নির্বাচনের আগে জাকির নায়েকের বাংলাদেশে আসার অনুমতি নেই

সবাইকে দোয়া ও সমর্থন চেয়ে তিনি লেখেন, 'সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশনের জন্য আন্তরিক দোয়া কামনা করছি।' 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়