ক্ষমতার জন্য হাহাকারকারীরা ৪৭ ও ৭১-এর বিরোধী: দুলু
ছবি: নিউজবাংলাদেশ
যারা ক্ষমতার জন্য হাহাকার করছেন, তাদের তীব্র সমালোচনা করে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, "যারা উপকারের মূল্য দিতে জানে না, তারা ৪৭ সালে দেশ বিভাগের সময় ছিলেন না এবং তারা একাত্তরে স্বাধীনতা বিরোধীদের কাজ করেছেন।"
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে লালমনিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির এক পথসভায় তিনি এসব কথা বলেন। পরে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের করেন।
আসাদুল হাবিব দুলু বলেন, " আমাদেরকে অনেকেই মুনাফিক বলে, যারা উপকারের মূল্য দিতে জানে না। জিয়াউর রহমান না হলে সেদিন বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে খোলার কোনো ব্যবস্থা ছিল না, খালেদা জিয়া না হলে আপনারা মন্ত্রী হতে পারতেন না।" খালেদা জিয়া না থাকলে ২০১৮ সালে আপনাদের ধানের শীষের মার্কা থাকত না।"
বর্তমান নেতৃত্বের কিছু অংশকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, "ইতিহাস ঘাটেন, আপনারা সমস্ত অবদানকে অস্বীকার করে বাহাদুর হয়েছেন। ১৭টি বছর আমরা রাজপথে আন্দোলন রেখেছি, তখন ভাইয়েরা, চাচারা, বড় পাল্লা নিয়ে আসতেন— কই ছিলেন আপনারা? একদিনও আপনাদের দেখিনি, এমনকি এখনও তো রাজপথে পাইনি আমরা।"
আরও পড়ুন: বান্দরবান বিএনপি এক ও অভিন্ন: সাচিংপ্রু জেরী
দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, "আমরা বলি, বিভেদ কখনোই সৃষ্টি করবেন না। বিভেদ সৃষ্টি করলে স্বৈরশাসনের রাস্তা প্রশস্ত করে ফেলবেন। ফ্যাসিবাদকে আবার জায়গা করে দিবেন।"
নিউজবাংলাদেশ.কম/এসবি








