News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৩, ৭ নভেম্বর ২০২৫

ঢাকায় আনা হলো গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে

ঢাকায় আনা হলো গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে বুধবার থেকে তিনি চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুখপত্র শওকত আজম খাজা জানিয়েছেন, “উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত।”

এরশাদ উল্লাহকে গত বুধবার বিকেলে নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগের সময় গুলিবিদ্ধ করা হয়। এতে তার সঙ্গে আরও চারজন আহত হন। জনসংযোগে অংশ নেওয়া ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নিহত হন।

আরও পড়ুন: চাটখিলে একদিকে চলছে উচ্ছেদ, অন্যদিকে সরকারি জায়গা দখল

এ ঘটনায় র‌্যাব এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে। দুপুরে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃতরা হলেন হেলাল হোসেন ওরফে মাছ হেলাল এবং আলা উদ্দিন। দুজনেই মামলার এজাহারভুক্ত আসামি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়