বিশ্ব বাজারে সোনার দাম বাড়লো
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থা (শাটডাউন) এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়ার আশঙ্কার মধ্যে বিনিয়োগকারীদের সোনায় আগ্রহ বাড়ছে। একই সঙ্গে ফেডারেল রিজার্ভের (ফেড) আরও সুদের হার কমানোর প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে শুক্রবার সোনার দাম বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩,৯৯৯.৮৯ ডলারে দাঁড়িয়েছে। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সোনা ফিউচারসের দাম ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,০০৮.২০ ডলারে উঠেছে।
স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, “সোনার ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। মূল কারণগুলো—বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় এবং সুদের হার কমার সম্ভাবনা- অবস্থান ধরে রেখেছে।”
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি অক্টোবর মাসে সরকারি ও খুচরা খাতে চাকরি হারিয়েছে। ব্যয়সংকোচন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির কারণে ছাঁটাইয়ের সংখ্যা বেড়েছে। দুর্বল চাকরির বাজার সাধারণত ফেডকে সুদের হার কমানোর দিকে উৎসাহিত করে।
বাজার পর্যবেক্ষকরা জানিয়েছেন, ডিসেম্বরেই ফেডের আরও একটি সুদের হার কমানোর সম্ভাবনা বর্তমানে ৬৭ শতাংশ, যা আগে ছিল প্রায় ৬০ শতাংশ। গত সপ্তাহে ফেড সুদের হার কমিয়েছে এবং চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন, এ হতে পারে এ বছরের শেষ হার হ্রাস।
এএনজেড ব্যাংকের বিশ্লেষক সোনি কুমারি বলেন, “বাজারের নজর মূলত যুক্তরাষ্ট্রের ম্যাক্রোইকোনমিক সূচক এবং সরকারি অচলাবস্থা কখন শেষ হবে তার ওপর। এই অনিশ্চয়তা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়াচ্ছে।”
আরও পড়ুন: শীতের সবজিতে স্বস্তির নিশ্বাস
এছাড়া, শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্পট সিলভার ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৮.৫৮ ডলারে পৌঁছেছে। প্লাটিনাম ০.৪ শতাংশ বেড়ে ১,৫৪৭.৪৫ ডলার এবং প্যালাডিয়াম ০.৭ শতাংশ বেড়ে ১,৩৮৪.১৮ ডলারে উঠেছে। তবে সপ্তাহের হিসাবে এই তিনটি ধাতুর দামই নিম্নমুখী।
নিউজবাংলাদেশ.কম/এসবি








