News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৬, ৫ নভেম্বর ২০২৫

পাঁচ ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল, আসছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

পাঁচ ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল, আসছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

ফাইল ছবি

দেশের ব্যাংক খাতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে, বাংলাদেশ ব্যাংক আর্থিকভাবে বিপর্যস্ত পাঁচটি শরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে সেগুলোকে অকার্যকর ঘোষণা করেছে। এই বৃহৎ পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে, পাঁচটি ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বুধবার (০৫ নভেম্বর) পৃথক পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জানায় যে আজ থেকে তাদের পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এখন থেকে এই ব্যাংকগুলো ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’-এর অধীনে পরিচালিত হবে।

একীভূতকরণের আওতায় আসা ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে, গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদ নতুন সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠনের অনুমোদন দেয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক বছরেরও বেশি সময় ধরে এই পাঁচটি ব্যাংকের আর্থিক অবস্থা ধারাবাহিকভাবে অবনতির দিকে যাচ্ছিল। তারা তারল্য সংকট, বিপুল অঙ্কের শ্রেণিকৃত ঋণ, প্রভিশন ঘাটতি এবং মূলধন ঘাটতির কারণে কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছিল।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন জোরদারে সংস্কার প্রস্তাব

কেন্দ্রীয় ব্যাংক একাধিকবার তারল্য সহায়তা দিলেও ব্যাংকগুলোর অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং তাদের শেয়ারবাজার মূল্য মারাত্মকভাবে পড়ে গেছে এবং প্রতিটি ব্যাংকের নিট সম্পদ মূল্য (Net Asset Value – NAV) বর্তমানে ঋণাত্মক অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, পৃথকভাবে এসব ব্যাংকের টিকে থাকা আর সম্ভব নয়, তাই একীভূতকরণই এখন একমাত্র কার্যকর সমাধান।

এই বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) জরুরি বৈঠকে তলব করেছেন। বৈঠকে তাদের আনুষ্ঠানিকভাবে পুরো প্রক্রিয়া ও ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরা হবে। ইতোমধ্যে ব্যাংকগুলোর কোম্পানি সচিবদের কাছে এই সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজ বিকেল ৪টায় একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

বিশ্লেষকরা মনে করছেন, সরকারি উদ্যোগে একাধিক বেসরকারি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করার এই ঐতিহাসিক সিদ্ধান্ত দেশের ব্যাংকিং খাতে একটি বড় পরিবর্তনের সূচনা করবে এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে আরও কার্যকর ও সুসংগঠিত করার লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়