জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ২২ ডিসেম্বর ভোটগ্রহণ
ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (০৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, বুদ্ধিজীবী দিবস, শহিদ দিবস ও শীতকালীন ছুটি—সব দিক বিবেচনা করেই আমরা নির্বাচনের তারিখ নির্ধারণ করেছি। আমরা আশা করি, সব প্রাসঙ্গিক বিষয় মাথায় রেখে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করতে পারব।
তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রণয়ন করা হবে ৬ নভেম্বর। ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি চলবে ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত, এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর।
আরও পড়ুন: ধর্মভিত্তিক দলের সমালোচনার মুখে প্রাথমিকের সংগীত শিক্ষক পদ বাতিল
মনোনয়নপত্র বিতরণ ১৩ থেকে ১৬ নভেম্বর, দাখিল ১৭ ও ১৮ নভেম্বর, এবং বাছাই ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৩ নভেম্বর, এরপর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে ২৪, ২৫ ও ২৬ নভেম্বর।
প্রার্থীদের ডোপ টেস্ট অনুষ্ঠিত হবে ২৭ ও ৩০ নভেম্বর, আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৪, ৭ ও ৮ ডিসেম্বর, এবং প্রত্যাহারকৃত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর।
তফসিলে আরও বলা হয়, নির্বাচনি প্রচারণা চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত, আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ২২ বা ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া এ জকসু নির্বাচনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা “গণতান্ত্রিক পুনরুত্থানের সুযোগ” হিসেবে দেখছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনের পুরো প্রক্রিয়া স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








