জানা গেল মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ
ফাইল ছবি
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩৬ জন নিহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে।
বুধবার (০৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি ট্রেনিং এয়ারক্রাফট বিধ্বস্ত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৩৬ জন নিহত হন এবং আহত হন শতাধিক। দুর্ঘটনার পর ২৯ জুলাই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। আজ সেই কমিটির প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। কমিটি ১৫০ জনের সঙ্গে কথা বলে ১৬৮টি তথ্য উদঘাটন করেছে এবং ৩৩টি সুপারিশ করেছে।
আরও পড়ুন: জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কিছুই বাধা হতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রেস সচিব শফিকুল আলম বলেন, তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার মূল কারণ হিসেবে পাইলটের উড্ডয়নের ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে। প্রশিক্ষণের সময় ফ্লাইট পরিচালনার সময় পরিস্থিতি পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটাই ছিল মূল কারণ—এটাই কনক্লুশন।
তিনি আরও জানান, তদন্ত কমিটি এক্সপার্ট, আই উইটনেস এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছে। তাদের বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি হয়েছে।
প্রতিবেদনের প্রধান সুপারিশ হিসেবে উল্লেখ করা হয়, জননিরাপত্তার স্বার্থে বাংলাদেশ বিমান বাহিনীর সব প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রম এখন থেকে ঢাকার বাইরে পরিচালিত হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে এবং ইতোমধ্যে নির্দেশনাও দেওয়া হয়েছে।
তদন্তে আরও উঠে এসেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিল্ডিং কোডের অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে। যেখানে ন্যূনতম তিনটি সিঁড়ি থাকার কথা, সেখানে ছিল মাত্র একটি সিঁড়ি, সেটিও মাঝ বরাবর। বিশেষজ্ঞদের মতে, যদি তিনটি সিঁড়ি থাকত, তাহলে হতাহতের সংখ্যা অনেক কম হতে পারত।
প্রতিবেদনে আরও সুপারিশ করা হয়েছে, বরিশাল ও বগুড়ায় বিমান বাহিনীর রানওয়েগুলো সম্প্রসারণ করতে হবে। এ বিষয়ে আজকের মিটিংয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি, নতুন সম্প্রসারিত এলাকায় রাজউকের বিল্ডিং কোড কঠোরভাবে পালনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২১ জুলাই দুপুরে প্রশিক্ষণ চলাকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এটি দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনাগুলোর একটি, যার শিকার হয় মূলত শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
নিউজবাংলাদেশ.কম/পলি








