শিগগিরই আমাদের সারা বছরের একটা আমলনামা প্রকাশ করা হবে: বিডা চেয়ারম্যান
ছবি: সংগৃহীত
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, সব সমস্যার সমাধান হয়নি, তবে সদিচ্ছার কোনো ঘাটতি ছিল না। তিনি জানিয়েছেন, শিগগিরই বিডার সারা বছরের আমলনামা (রিপোর্ট কার্ড) প্রকাশ করা হবে।
সোমবার (৩ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। তার এই পোস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড পেজে শেয়ার করেন।
একটি ফরেইন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) ফটোকার্ড শেয়ার করে আশিক চৌধুরী লেখেন, “বাংলাদেশের সবচেয়ে বড় গুণ হলো শত প্রতিকূলতার সত্ত্বেও বাউন্স ব্যাক করার অদ্ভুত ক্ষমতা। সাধারণত গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ হ্রাস পায়, কিন্তু আমরা উল্টোটাই দেখছি। সঠিক অর্থনৈতিক নীতি প্রয়োগ, বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ সংশ্লিষ্ট সংস্থার আন্তরিকতা, প্রাইভেট সেক্টরের অদম্য স্পৃহা- সবার সম্মিলিত প্রচেষ্টায় এফডিআই বৃদ্ধি পেয়েছে।”
তিনি আরও জানান, বিডা-বেজা-পিপিপি অথরিটিতে বিনিয়োগকারীদের সাহায্য করতে শুধুমাত্র প্রেজেন্টেশন বানানো হয়নি, আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে। “সব সমস্যার সমাধান হয়নি, কিন্তু সদিচ্ছার কোনো ত্রুটি ছিল না। শিগগিরই সারা বছরের একটি রিপোর্ট কার্ড প্রকাশ করব।”
আশিক চৌধুরী সমালোচনাও মেনে নেন এবং ধন্যবাদ জানিয়েছেন তাদের যারা সারাবছর সাহস ও উৎসাহ যুগিয়েছেন। এছাড়া তিনি একটি মনোরম মুহূর্তের জন্য শুভাকাঙ্ক্ষীদের জন্য গান শেয়ার করেন-
"হুম এ কি হল, কেন হল,
কবে হল, জানি না
শুরু হল, শেষ হল,
কী যে হল, জানি না তো!"
আরও পড়ুন: সঠিক লোক সঠিক জায়গায় না গেলে সঠিক সিদ্ধান্ত হয় না: বিটিএমএ সভাপতি
পোস্টের শেষে তিনি পুনশ্চ উল্লেখ করেন, “সামনে নির্বাচন। নির্বাচনের ঠিক আগে এফডিআই স্বাভাবিকভাবে আবার হ্রাস পাবে। পরে আবার ব্যালান্সড হয়ে যাবে। আমাদের মানসিকভাবে আরও একটি লং গেম খেলতে হবে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








