News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৩, ৩ নভেম্বর ২০২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১৪৭ জন। 

সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ে ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬৬ জন রোগী ভর্তি হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন রোগী ভর্তি হয়েছে। বরিশাল বিভাগে ভর্তি হয়েছে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন, খুলনা বিভাগে ৫৯ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৯ জন রোগী।

ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা বিশদে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিনজন মারা গেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং রাজশাহী বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি এক হাজার ১৬২ জন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুতে মৃতের সংখ্যা এখন ২৮৮ জনে পৌঁছেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই সবচেয়ে বেশি, ১৩৭ জন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে মৃত্যু হয়েছে ৪৩ জনের, বরিশাল বিভাগে ৪০ জনের, চট্টগ্রাম বিভাগে ২৫ জনের, রাজশাহী বিভাগে ১৬ জনের, ময়মনসিংহ বিভাগে ১২ জনের, খুলনা বিভাগে ৮ জনের, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ৬ জনের এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এ বছরের ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা এখন ৭২,৮২২ জন। তুলনামূলকভাবে, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন।

সুস্থতা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ঢাকার বিভিন্ন সিটি করপোরেশনসহ দেশব্যাপী ডেঙ্গুর বিস্তার আরও বৃদ্ধি পাচ্ছে। তারা নাগরিকদের ঘরে এবং আশেপাশের জল জমে থাকা এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি মশার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়