News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩৯, ৩ নভেম্বর ২০২৫

বিএনপির ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় নেই রিজভী

বিএনপির ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় নেই রিজভী

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

সোমবার (০৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বগুড়া-৬ আসনে। এছাড়া ঠাকুরগাঁও-১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল নিজেই এবং ঢাকা-১৪ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সানজিদা তুলি।

তবে আলোচিত ঢাকা-৯ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকায় নেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নাম, যা রাজনৈতিক মহলে বিস্ময়ের জন্ম দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, আজ আমরা ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। যেসব আসনে এখনো নাম ঘোষণা করা হয়নি, সেগুলোতে আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে ঘোষিত আসনেও পরিবর্তন হতে পারে। এটি সম্ভাব্য তালিকা, চূড়ান্ত নয়।

আরও পড়ুন: মনোনয়ন তালিকায় নেই রুমিন ফারহানা

এর আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় একই কার্যালয়ে। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় নিয়ে আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেনসহ দলের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা।

নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এই তালিকা বিএনপির নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে দলীয় নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ এবং কৌশলগত অবস্থান স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়