News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৭, ৩ নভেম্বর ২০২৫

ভারতে আইএইচপিএল টুর্নামেন্ট, গেইল-থিসারাদের রেখে উধাও আয়োজক

ভারতে আইএইচপিএল টুর্নামেন্ট, গেইল-থিসারাদের রেখে উধাও আয়োজক

ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত ইন্ডিয়ান হেভেনস প্রিমিয়ার লিগ (আইএইচপিএল) শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট তারকা ক্রিস গেইল, থিসারা পেরেরা, রিচার্ড লেভি, জেসি রাইডার ও ওমানের আয়ান খানসহ অন্য খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশ নিতে আসলেও আয়োজকের হঠাৎ উধাও হওয়ার কারণে তারা চরম বিপাকে পড়েছেন।

আইএইচপিএল আয়োজনের উদ্দেশ্য হিসেবে দাবি করা হয়েছিল যে এটি কাশ্মীরের পর্যটন ও স্থানীয় অর্থনীতিকে নতুন প্রাণ দেবে। আয়োজকেরা আন্তর্জাতিক তারকাদের আমন্ত্রণ জানান, এমনকি প্রচারণার ভিডিও ও পোস্টারে বাংলাদেশের সাকিব আল হাসানের ছবি ব্যবহার করা হয়। টুর্নামেন্টে অংশ নেওয়ার ইঙ্গিতও দেন সাকিব, তবে শেষ পর্যন্ত তিনি খেলেছেন কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

গত ২৫ অক্টোবর আট দল নিয়ে শ্রীনগরে শুরু হয় আইএইচপিএল। খেলোয়াড়, আম্পায়ার ও কর্মকর্তারা হোটেলে থাকার পর শনিবার সকালে তাদের জানানো হয়, ‘কারিগরি কারণে’ টুর্নামেন্ট বাতিল করা হয়েছে। কিন্তু পরদিন সকালে তারা জানতে পারেন, আয়োজকেরা রাতের মধ্যেই হোটেল ছেড়ে পালিয়ে গেছেন।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আম্পায়ার মেলিসা জুনিপার গণমাধ্যমকে বলেন, আয়োজকরা হোটেল, খেলোয়াড় বা আম্পায়ারের কোনো বিল দেয়নি। তবে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সবাই নিরাপদে বের হতে পেরেছে।

আরও পড়ুন: বিপিএলে বাদ তিন প্রতিষ্ঠান, দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা

যে হোটেলে খেলোয়াড় ও কর্মকর্তারা ছিলেন, তার এক কর্মকর্তা জানান, আমাদের এখানে ১৫০টি কক্ষ তারা বুক করেছিলেন। তারা বলেছিল, ক্রিস গেইলের মতো তারকার কারণে কাশ্মীরের পর্যটন উপকৃত হবে। কিন্তু রবিবার সকালে দেখি তারা উধাও, আমাদের বিলও পরিশোধ করেনি।

হোটেল বিল না দেওয়ায় এবং আয়োজকের অপ্রদর্শিত আচরণের কারণে গেইল ও অন্যান্য কয়েকজন খেলোয়াড় নিজেদের খরচে হোটেল ছেড়ে চলে যান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত আয়োজকদের অবস্থান জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আইএইচপিএলের এই ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কমিউনিটিতেও যথেষ্ট শোরগোল পড়েছে। 

ক্রিকেটবিশেষজ্ঞরা বলছেন, যেসব টুর্নামেন্টের নামে আন্তর্জাতিক তারকাদের ব্যবহার করা হয়, সেখানে আয়োজকের দায়িত্বশীলতার অভাব বিপজ্জনক হতে পারে। এটা খেলোয়াড় ও স্থানীয় পর্যটনকে দুদিকেই ক্ষতিগ্রস্ত করেছে।

এই পরিস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। গেইল, পেরেরা, লেভি, রাইডার ও অন্যান্য খেলোয়াড়দের জন্য যে হোটেল ও পারিশ্রমিক সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে, তা দ্রুত সমাধানের দাবি উঠেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়