একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪০
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪০ জন রোগী।
রবিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ২৮২ জন।
বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৮৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ৫৬ জন করে ১১২ জন, রংপুর বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ৮ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২৯ জন।
আরও পড়ুন: বইমেলা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
এ ছাড়া বরিশাল বিভাগে ৩৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৮ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








