News Bangladesh

শিক্ষা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২২, ২৬ অক্টোবর ২০২৫
আপডেট: ১৮:৫০, ২৬ অক্টোবর ২০২৫

বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.৩৪ শতাংশ

বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.৩৪ শতাংশ

ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা–২০২৫ এর ফল প্রকাশ করা হয়েছে। এ বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৩৪ শতাংশ।

রবিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট ৩৮ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩১ হাজার ৪২১ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী ১৬ হাজার ৭৮৩ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৪৬৩ জন।

আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি-পি.টি ও সাইবার সতর্কতা বাধ্যতামূলক

উত্তীর্ণদের মধ্যে ৫ হাজার ৬৪০ জন ছাত্র এবং ৪ হাজার ৮২৩ জন ছাত্রী। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট result.bou.ac.bd থেকে জানা যাবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়