News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৯, ২৬ অক্টোবর ২০২৫

বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুখবর দিল আমেরিকা

বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুখবর দিল আমেরিকা

ছবি: সংগৃহীত

বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া ইবি-৫ প্রোগ্রামকে আরও সহজ ও কার্যকর করতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। নতুন এই নিয়মে আবেদন ফি কমানোর পাশাপাশি আবেদন প্রক্রিয়াকে আধুনিক করতে প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে। 

রবিবার (২৬ অক্টোবর) ফিনান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডিএইচএস-এর প্রস্তাবনা অনুযায়ী, ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারীদের জন্য আই-৫২৬ ও আই-৫২৬ই ফর্মের ফি ১৪ শতাংশ এবং আই-৮২৯ ফর্মের ফি ১৭ শতাংশ কমানো হবে।

বর্তমানে আই-৫২৬ ফর্মের ফি ১১,১৬০ ডলার, যা নতুন নিয়মে কমে দাঁড়াবে ৯,৬২৫ ডলার। অন্যদিকে, আই-৮২৯ ফর্মের ফি ৭,৮৬০ ডলার থেকে ১৭ শতাংশ কমানো হবে।

তবে আবেদন প্রক্রিয়াকে আধুনিক ও দ্রুত করতে ৯৫ ডলারের একটি নতুন প্রযুক্তি ফি যুক্ত করা হচ্ছে। ডিএইচএস জানিয়েছে, এসব পরিবর্তনের লক্ষ্য হলো বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াকে আরও সাশ্রয়ী ও সহজ করা।

এছাড়া, সংস্থাটি আই-৫২৭ নামে একটি নতুন ফর্ম চালু করেছে। এটি সেই বিনিয়োগকারীদের জন্য, যাদের রিজিওনাল সেন্টার বন্ধ বা স্থগিত হয়ে গেছে। ২০২২ সালের মার্চের আগে আবেদন করা বিনিয়োগকারীরা এই ফর্মের মাধ্যমে তাদের বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন।

আরও পড়ুন: যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় ৯৩ ফিলিস্তিনি নিহত

উল্লেখ্য, ইবি-৫ ভিসা হলো মার্কিন অভিবাসন ব্যবস্থার পঞ্চম অগ্রাধিকার ক্যাটাগরির অংশ, যার আওতায় বিদেশি বিনিয়োগকারীরা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দার মর্যাদা (গ্রিন কার্ড) পেতে পারেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়