চারদিনের ব্যবধানে আবারও কমল সোনার দাম
ফাইল ছবি
চারদিনের ব্যবধানে দেশে আবারও কমেছে সোনার দাম। নতুন দফায় প্রতি ভরিতে ১ হাজার ৩৯ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা।
রবিবার (২৬ অক্টোবর) দেশের বাজারের জন্য সোনার এই নতুন দর নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন দাম কার্যকর হবে সোমবার (২৭ অক্টোবর) থেকে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই সমন্বয় করা হয়েছে। এদিন বাজুসের “স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং”–এর বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়।
নতুন দামে- ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২,০৭,৯৫৭ টাকা, ২১ ক্যারেটের সোনা ১,৯৮,৪৯৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১,৭০,১৪৩ টাকা, আর সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ১,৪১,৪৯৬ টাকায়।
চলতি বছর এখন পর্যন্ত ৬৮ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস—এর মধ্যে ৪৮ বার দাম বেড়েছে এবং ২০ বার কমেছে।
আরও পড়ুন: করদাতাদের জন্য সহজ হলো অনলাইন রিটার্ন
গত বছর বাজুস ৬২ বার দাম সমন্বয় করেছিল, যার মধ্যে ৩৫ বার বৃদ্ধি এবং ২৭ বার হ্রাস করা হয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








