News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৫, ২৪ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:৪৬, ২৪ অক্টোবর ২০২৫

ভারতকে সম্মান করতে চাই, একইভাবে সম্মান প্রত্যাশা করি: জামায়াত আমির

ভারতকে সম্মান করতে চাই, একইভাবে সম্মান প্রত্যাশা করি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “মানুষ তার অবস্থান বদলাতে পারে, কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। আমরা আমাদের প্রতিবেশী ভারতকে সম্মান করতে চাই। একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও যথাযথ সম্মান প্রত্যাশা করি।”

বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারত প্রসঙ্গে জামায়াতের অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, “ভারত বাংলাদেশের চেয়ে ২৬ গুণ বড় দেশ। তাদের সম্পদ ও জনশক্তি অনেক বেশি। আমরা তাদের অবস্থানকে বিবেচনায় রেখে সম্মান দিতে চাই। তবে আমাদের ছোট ভূখণ্ড ও ১৮ কোটি মানুষের এই দেশটিকেও তারা সম্মান করবে—এটাই আমাদের প্রত্যাশা। এতে দুই প্রতিবেশীই ভালো থাকবে এবং একে অপরের কারণে বিশ্ব দরবারে সম্মানিত হবে।”

ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “গত ১৫ মাসে আমাদের ভূমিকা তার জবাব দিয়েছে। আমরা কারও অভিবাসন জোর করে ঠেকানোর পক্ষে নই, আবার কাউকে দেশ ছাড়তেও বলি না। যদি কেউ অবৈধভাবে সম্পত্তি দখল করে থাকে এবং তার প্রমাণ থাকে, তবে সেই সম্পত্তি ফেরত দেওয়ার পক্ষে আমরা।”

আরও পড়ুন: জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে একটি দল: সালাহউদ্দিন আহমদ

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র সফরে স্থানীয় রাজনীতিকদের সঙ্গে বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, “এই প্রশ্নটি বৃহত্তর স্বার্থে এড়িয়ে যাচ্ছি।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়