News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০২, ২২ অক্টোবর ২০২৫

অবৈধ ফ্ল্যাট মামলায় টিউলিপ সিদ্দিককে ফের তলব করেছে দুদক

অবৈধ ফ্ল্যাট মামলায় টিউলিপ সিদ্দিককে ফের তলব করেছে দুদক

ছবি: সংগৃহীত

অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, ঢাকার পাঁচটি ঠিকানায় তলব সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে।

রাজধানীর গুলশান-২ এর ১১ নম্বর রোডে ইস্টার্ন হাউজিং থেকে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে এই মামলাটি করা হয়। গত মে মাসেও টিউলিপ সিদ্দিককে চিঠি দিয়েছিল দুদক। তবে কমিশনের দাবি, টিউলিপ সিদ্দিক বিভিন্ন মাধ্যমে জানিয়েছেন যে তিনি কোনো চিঠি পাননি।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন রবিবার (২১ অক্টোবর) জানান, “টিউলিপ সিদ্দিক চিঠি পাননি বলে অভিযোগ করেছেন। তাই পূর্বের ঠিকানাগুলোর সঙ্গে আরও দুটি নতুন ঠিকানা যোগ করে মোট পাঁচটি ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।”

আরও পড়ুন: ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে সাবেক–বর্তমান সেনা কর্মকর্তাদের

তিনি আরও বলেন, “২২ জুন রাজধানীর পাঁচ ঠিকানায় ওই তলব চিঠি পাঠানো হয়। সংশ্লিষ্ট থানা, রেজিস্ট্রি ডাকযোগে এবং সরাসরি দুদক কর্মকর্তারা এসব ঠিকানায় নোটিশ প্রকাশ্যে রাখবেন।”

এর আগে, গত ১৪ মে টিউলিপ সিদ্দিককে একই মামলায় তলব করেছিল দুর্নীতি দমন কমিশন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়