News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১২, ২০ অক্টোবর ২০২৫
আপডেট: ১৪:৫৮, ২০ অক্টোবর ২০২৫

ছাত্রদল নেতা জুবায়েদের গলার পাশে ধারালো অস্ত্রের ক্ষত পাওয়া গেছে: চিকিৎসক

ছাত্রদল নেতা জুবায়েদের গলার পাশে ধারালো অস্ত্রের ক্ষত পাওয়া গেছে: চিকিৎসক

নিহত জুবায়েদ হোসাইন। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জুবায়েদের গলার ডান পাশে ধারালো অস্ত্রের ক্ষত পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা।

সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে মরদেহের ময়নাতদন্ত শুরু হয়। পরে দুপুর ১২টার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন, জুবায়েদের গলার ডান পাশে ধারালো অস্ত্রের ক্ষত পাওয়া গেছে।‌ সেখান থেকে রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় দুই দিনের শোক ঘোষণা

দুপুরে নিহতের প্রথম জানাজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
 
এদিকে, হত্যার ৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে মামলা প্রক্রিয়াধীন আছে।
 
এর আগে, পুরান ঢাকার আরমানিটোলায় রবিবার (১৯ অক্টোবর) বিকেলে টিউশনি করাতে গিয়ে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জুবায়েদ হোসাইন। সিসিটিভি ফুটেজে দুজনকে হত্যার পর পালাতে দেখা যায়। পরে আটক করা হয় জুবাইয়েদর ছাত্রীকে। প্রেমঘটিত কারণে হত্যা বলে ধারণা পুলিশের।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়