মিরপুর চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
ছবি: সংগৃহীত
ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বেরিয়ে গেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক ডা. রফিকুল ইসলাম তালুকদার।
ডা. রফিকুল ইসলাম জানান, সিংহটি চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, বরং চিড়িয়াখানার ভেতরে থাকতেই এটি খাঁচা থেকে বেরিয়ে গেছে।
তিনি বলেন, এর গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে। চিড়িয়াখানার ভেতরের দর্শনার্থীদের নিরাপদে বের করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সিংহটি কীভাবে বের হয়ে গেল, তা নিয়ে আশঙ্কা করা হচ্ছে যে হয়তো খাঁচার দরজায় তালা লাগানো হয়নি। তবে কোনো গ্রিল ভাঙা বা ফাঁকা নয়, তাই প্রধান সম্ভাবনা দরজা দিয়ে বের হওয়া।
আরও পড়ুন: আট কুকুরছানা হত্যায় গ্রেফতার নিশি খাতুন
বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে। সিংহটির নাম ‘ডেইজি’।
ঘটনার পর চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান জানান, বিকাল সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার দিকে সিংহটি খাঁচা থেকে বের হয়। তবে এটি পাবলিকের দিকে আসেনি, বরং নিজের খাঁচার টেরিটরির মধ্যেই অবস্থান করেছে। দর্শনার্থীদের বের করে দেওয়া হওয়ায় সিংহটি উত্তেজিত হয়নি।
কিউরেটরের মতে, প্রথমে সিংহটি গরুর গোস্ত খেয়ে শান্ত হয়েছে, পরে বন্দুক দিয়ে চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়েছে। এখন এটি ঝিমুচ্ছে এবং অচেতন হয়ে গেলে খাঁচায় ফিরিয়ে নেওয়া হবে।
ডা. রফিকুল ইসলাম আরও বলেন, আমরা অবশ করার গান (অস্ত্র) প্রস্তুত রেখেছি। সুযোগ পেলেই সিংহটিকে নিরাপদে খাঁচায় নেওয়া হবে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
চিড়িয়াখানার কর্তৃপক্ষ রাতেই এই ঘটনার তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








