News Bangladesh

গাইবান্ধা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৪, ৪ ডিসেম্বর ২০২৫

গাইবান্ধায় চা দোকানিকে কুপিয়ে হত্যা

গাইবান্ধায় চা দোকানিকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে মহিদুল ইসলাম সরদার (৪৮) নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তার বাড়ির পার্শ্ববর্তী একটি ভিটায় রক্তাক্ত মরদেহ ফেলে রাখা হয়। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত মহিদুল ইসলাম ওই গ্রামের নজির সরদারের ছেলে। স্থানীয় শিবপুর বাজারে চায়ের দোকান করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা মহিদুল ইসলামের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে। দীর্ঘ সময় বাড়িতে না থাকার কারণে স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন। পরদিন সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি ভিটায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে দুর্বৃত্তদের আগুনে ২ বিআরটিসি বাস পুড়ে ছাই

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। হত্যার পেছনের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়