News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৯, ২ ডিসেম্বর ২০২৫

ইমরান খানের খোঁজে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

ইমরান খানের খোঁজে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কারাগারে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ছে। গুঞ্জন দিন দিন তীব্র হলেও দেশটির সরকার কিংবা কারা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি। পরিবারের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে, তারা দীর্ঘদিন ধরে ইমরানের সঙ্গে দেখা করতে পারছেন না।

এমন পরিস্থিতিতে ইমরানের খোঁজ জানতে এবং তার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে এ কর্মসূচি ঠেকাতে স্থানীয় প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। 

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার ড. হাসান ওয়াকার চীমা ঘোষণা দিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত শহরে ১৪৪ ধারা বলবৎ থাকবে। এর ফলে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ও জনসভা নিষিদ্ধ করা হয়েছে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষিত নিষেধাজ্ঞার আওতায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত করা যাবে না। অস্ত্র, শূল, ভারযুক্ত লাঠি, গুলতি, বল–বেয়ারিং, পেট্রোল বোমা, হাতে তৈরি বিস্ফোরকসহ সহিংসতায় ব্যবহার হতে পারে এমন কোনো সরঞ্জাম বহন নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কেউ অস্ত্র প্রদর্শন করতে পারবে না এবং উসকানিমূলক বা বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না। পুলিশের আরোপ করা নিষেধাজ্ঞা অপসারণের চেষ্টা করা যাবে না। মোটরসাইকেলের পেছনে আরোহী বহন করা যাবে না এবং মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন: ইমরান খানের বেঁচে থাকার প্রমাণ নেই, দাবি ছোট ছেলের

পিটিআই নেতারা অভিযোগ করেছেন, ইমরান খানকে আদিয়ালা কারাগারে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তারা বলছেন, পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না, ফলে তার জীবন নিয়ে গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে। 

অন্যদিকে সরকারি কর্মকর্তারা দাবি করেছেন, ইমরান খান কারাগারেই আছেন এবং তার স্বাস্থ্য নিয়ে ছড়ানো গুঞ্জন ভিত্তিহীন।

ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। গত বছর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাবন্দি রয়েছেন। তার দল মনে করছে, তাকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার জন্যই এভাবে অস্বচ্ছ পরিস্থিতি তৈরি করা হয়েছে। গুঞ্জন ও প্রশাসনিক নিষেধাজ্ঞা ঘিরে পাকিস্তানে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।

সূত্র: এনডিটিভি

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়