ঘন কুয়াশা ও শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন
ছবি: সংগৃহীত
তীব্র শীত ও ঘন কুয়াশায় উত্তরের জেলা কুড়িগ্রামের জনজীবন আজ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সকাল হলেও ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে; সড়কে হেডলাইট জ্বালিয়ে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে গাড়ি। তাপমাত্রা কমে যাওয়ায় খেটে-খাওয়া, দিনমজুর এবং নিম্নআয়ের শ্রমজীবীদের জীবন আরও কঠিন হয়ে পড়েছে।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, কুয়াশা ও ঠান্ডার কারণে জেলার একাধিক স্থানে যানজট এবং চলাচলে অসুবিধা দেখা দিয়েছে।
তবে জীবিকা নির্বাহের তাগিদে অনেক স্থানীয়ই ঠান্ডা উপেক্ষা করে ঘর থেকে বের হচ্ছেন, ফলে তাদের দৈনন্দিন আয়-রোজগার ঝুঁকির মুখে পড়েছে।
যাত্রাপুর ইউনিয়নের দিনমজুর আজিজ মিয়া (৬০) বলেন, কুয়াশা ও ঠান্ডায় বাড়িত থাকলে বের হওয়া যায় না। কী করবো কাম করি তো, খাওয়া লাগবে।
আরও পড়ুন: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর
তার বক্তব্যে স্পষ্ট হয়েছে শৈতকালে অসহায় নিম্নআয়ের মানুষের দৈনন্দিন সংগ্রাম।
কুড়িগ্রাম সদর উপজেলার পৌর শহরের রিকশাচালক আমিনুল ইসলাম (৫০) বলেন, ঠান্ডায় বাড়িত থাকি বের হইছি, ভাড়া নাই। লোকজন বাইরে বের না পারলে ভাড়া হইবে কী করি? সংসার কীভাবে চলবে — চিন্তায় আছি।
রিকশা ও সেবাখাতে নির্ভরশীল এ ধরনের শ্রমজীবীদের আয়ের অনিশ্চয়তা এলাকাজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।
স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দফতরের পর্যবেক্ষণে, কুয়াশা জনজীবনে প্রভাব রাখায় সড়কে সর্তকতা অবলম্বন করতে এবং প্রয়োজনীয় হলে যাত্রী ও শ্রমিকদের সহায়তার আক্ষেপ করা কথাও শোনা গেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








