খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া-প্রার্থনার আহ্বান সরকারের
ফাইল ছবি
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আগামীকাল (৫ ডিসেম্বর) বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মসজিদে দোয়ার পাশাপাশি দেশের মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়েছে।
গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ উদ্যোগকে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে দোয়া ও সমবেদনার মাধ্যমে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান হিসেবে বর্ণনা করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








