২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৪৯০
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯১ জনে দাঁড়িয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রামে ৮৮ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৭৭ জন রয়েছেন। খুলনা বিভাগে ২৮ জন, ময়মনসিংহে ৩৩ জন, রাজশাহী ১৮ জন, রংপুর ৫ জন এবং সিলেট ৩ জন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে ৬৪০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৯৩,৮৩৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬,০৬৭ জনে। এদের মধ্যে ৬২.৪% পুরুষ ও ৩৭.৬% নারী। চলতি বছরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।
ডেঙ্গু থেকে প্রাণহানির সংখ্যা মাসভিত্তিকভাবে পরিবর্তিত হয়েছে। জানুয়ারি মাসে মৃত্যু হয়েছে ১০ জনের, ফেব্রুয়ারি ৩ জনের, মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি। এপ্রিল মাসে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন, সেপ্টেম্বর ৭৬ জন, অক্টোবর ৮০ জন এবং নভেম্বর মাসে ১০৪ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ।
চলতি বছর মাসভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জানুয়ারিতে ভর্তি হয়েছেন ১,১৬১ জন, ফেব্রুয়ারি ৩৭৪ জন, মার্চ ৩৩৬ জন, এপ্রিল ৭০১ জন, মে ১,৭৭৩ জন। জুনে ভর্তি হয়েছে ৫,৯৫১ জন, জুলাইয়ে ৪,৯৩১ জন, আগস্টে ১০,৪৯৬ জন, সেপ্টেম্বর ১৫,৮৬৬ জন, অক্টোবর ২২,৫২০ জন এবং নভেম্বর মাসে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪,৫৩৫ জন।
চলতি বছরের শুরু থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে, যেখানে আক্রান্ত হয়েছে ২০,৮১৭ জন। সবচেয়ে কম আক্রান্ত শনাক্ত হয়েছে সিলেট বিভাগে, ৩৮৬ জন।
গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম। ২০২৪ সালে মোট শনাক্ত ১,১১,২১৪ জন এবং মৃত্যু ৫৭৫ জন। ২০২৩ সালে মোট শনাক্ত ৩,২১,১৭৯ জন, মৃত্যু ১,৭০৫ জন এবং হাসপাতাল ভর্তি হয়েছিল ৩,২১,১৭৯ জন।
এই রিপোর্টটি ছোট ছোট সাব-প্যারাগ্রাফে সাজানো হয়েছে যাতে পাঠক সহজে তথ্যগুলো ধরতে পারেন। প্রতিটি পরিসংখ্যান, বিভাগভিত্তিক তথ্য এবং মাসিক বিবরণ অপরিবর্তিত রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








