News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৬, ৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩৭, ৫ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মান থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মান থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থা করছে কাতার সরকার। এর জন্য জার্মানি থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে  কাতার দূতাবাস।

দূতাবাস জানায়, এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। যদিও বিমানটি জার্মানির, ভাড়া থেকে শুরু করে সব ব্যবস্থাপনা এবং খরচ বহন করছে কাতার সরকার। বিমানটির অবতরণের জন্য প্রয়োজনীয় সব অনুমতি ইতিমধ্যেই দেওয়া হয়েছে।

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের পাঠানো পূর্বের এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে শুক্রবার ঢাকায় আসতে পারেনি। সবকিছু স্বাভাবিক থাকলে নতুন এয়ার অ্যাম্বুলেন্স শনিবার পৌঁছাবে।

বিএনপির মিডিয়া সেলও তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে পৌঁছানোর কারণে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি কিছুটা পিছিয়ে গেছে।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানাতে, বিমানবন্দর থেকে সরাসরি ডা. জুবাইদা রহমান (তারেক রহমানের সহধর্মিণী) এভারকেয়ার হাসপাতালে যান। তিনি মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করে সর্বশেষ শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

আরও পড়ুন: ‘চিকিৎসকেরা নিশ্চিত করলেই লন্ডন যাত্রা করবেন খালেদা জিয়া’

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। পরবর্তীতে ৩০ নভেম্বর হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল দেশে এসেছেন।

খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে হাসপাতালের মেডিকেল বোর্ড। তাদের মতামত অনুযায়ী, শারীরিক অবস্থা যাত্রার জন্য উপযুক্ত থাকলে এবং মেডিকেল বোর্ডের অনুমতি দিলে, তিনি আগামী রবিবার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে। আমরা মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আল্লাহর অশেষ মেহেরবানিতে আশাবাদী।

চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হয়েছিল। চার মাস পর ৫ মে দেশে ফেরেন। এরপরও তার সঙ্গে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান দেশেই ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়