News Bangladesh

কুমিল্লা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৫, ৪ ডিসেম্বর ২০২৫

ট্রলি উল্টে কুমিল্লার তিতাস নদীতে, এক পরিবারের ৩ নারীর মৃত্যু

ট্রলি উল্টে কুমিল্লার তিতাস নদীতে, এক পরিবারের ৩ নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাস নদীতে ট্রলি উল্টে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের ইমন মিয়ার বাড়ির সামনে তিতাস নদীতে এ  ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। 

এদের মধ্যে রোজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগিনা বউ।

স্থানীয়রা জানান, তিন নারী তিতাস নদীতে গোসল করছিলেন। এমন সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি খালি ট্রলি ইমন মিয়ার বাড়ির সামনে এসে উল্টে তিতাস নদীতে গোসলরত নারীদের গায়ের ওপর পড়ে। 

যশোরে ২ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

এসময় চাপা পড়ে ঘটনাস্থলেই রিনা ও রোজিনা মারা যান। স্থানীয়রা সামছুন নাহারকে আহত অবস্থায় উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে একই পরিবারের তিন নারীর মৃত্যুর খবর শুনে আশপাশের কয়েক গ্রামের শত শত নারী পুরুষ ছুটে আসেন। নারীদের লাশগুলো  দেখে কান্নায় ভেঙে পড়েন তারা।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করে। ট্রলি চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়