হংকংয়ে রানওয়ে থেকে সাগরে ছিটকে পড়ল বিমান, নিহত ২

ছবি: সংগৃহীত
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে ২ বিমানবন্দর কর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত প্লেনে থাকা চার ক্রু সদস্য জীবিত রয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (২০ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত এমিরেটস ফ্লাইট ইকেএ ৯৭৮৮ পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ারএ সি টি। সোমবার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায়। উত্তর রানওয়ে থেকে নামার সময় একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে প্লেনটি সাগরে পড়ে।
হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের বরায়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুর্ঘটনার কারণে উত্তর রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে বাকি দুটি রানওয়ে এখনও চালু আছে। পুলিশ সূত্রে জানা গেছে, রানওয়ের পাশে থাকা একটি যানবাহনও বিমানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: বিমান হামলায় ৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের
বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় দুর্ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি