News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৫, ২২ অক্টোবর ২০২৫
আপডেট: ১১:১৫, ২২ অক্টোবর ২০২৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ২ শতাংশ সুদে ঋণ দিয়েছিলেন জিয়াউর রহমান: ফখরুল

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ২ শতাংশ সুদে ঋণ দিয়েছিলেন জিয়াউর রহমান: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের পিছিয়ে থাকা এলাকাগুলোর উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ প্রদান করেছিলেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগত গোষ্ঠীর উদ্যোক্তা, নেতা ও কর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “জিয়াউর রহমানের উদ্যোগে দেশের প্রান্তিক ও পিছিয়ে পড়া অঞ্চলে উদ্যোক্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, জনগণের ও দেশের কল্যাণে নিবেদিত, তারাই এমন উদ্যোগ নিতে পারেন।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর নারী উদ্যোক্তাদের জন্য সহজ ও কম সুদে ঋণ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে।”

দলের পক্ষ থেকে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ফখরুল বলেন, “আমাদের দল তাদের সঙ্গে কাজ করবে, তাদের অধিকার ও স্বার্থের কথা বলবে, তাদের মৌলিক চাহিদা পূরণে এবং রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেবে।”

বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সময়কালেও নারী উদ্যোক্তাদের সহায়তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।”

আরও পড়ুন: তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা উন্নতি

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সংগঠনের সভাপতি মৃগেন হাগিদক, নারী উদ্যোক্তা সান্তানু স্নিতা নকরেক ও স্বপ্না আজিমসহ বিভিন্ন ক্ষুদ্র জাতি গোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়