News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০০, ২১ অক্টোবর ২০২৫

গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী

গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি ‘মামার বাড়ির আবদারের মতো’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, একই খরচে যদি জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট করা যায়, তাহলে আলাদা করে বাড়তি ব্যয় করার প্রয়োজন নেই। গণভোটের বিষয়গুলো আরও নির্দিষ্ট করা দরকার—কোন কোন বিষয়ে পরিবর্তন বা সংস্কার আনা হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

তিনি আরও বলেন, সবাই সুষ্ঠু নির্বাচন চায়। জনগণের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা তৈরি হয়েছে। এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনে জয় মানে জাতীয় নির্বাচনে জয়—এমন ধারণা ভিত্তিহীন।

আরও পড়ুন:‘অভ্যুত্থানের পর সুযোগ মিললেও ঐক্য হারিয়েছে রাজনীতিবিদরা’ 

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে, সেটি অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। তবে অপরাধীদের বিচার অবশ্যই হতে হবে।

রিজভী নেতাকর্মীদের যে কোনো উসকানিতে শান্ত থাকার আহ্বান জানান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়