News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৯, ২০ অক্টোবর ২০২৫
আপডেট: ১৩:০৯, ২০ অক্টোবর ২০২৫

রাজধানীতে পুলিশকে ছুরি মেরে ফোন ছিনতাই 

রাজধানীতে পুলিশকে ছুরি মেরে ফোন ছিনতাই 

আহত রাসেল মিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক সিআইডির পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনতাই করা হয়েছে। 

সোমবার (২০ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মো. রাসেল মিয়া (৩১) সিআইডির কনস্টেবল ও বর্তমানে সিআইডির প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। তিনি যাত্রাবাড়ীর রইস নগর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে রাসেল মোটরসাইকেলে যাচ্ছিলেন, তখন অজ্ঞাত ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং ছুরি দিয়ে হাতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল নিয়ে যায়।

আরও পড়ুন: বাংলাদেশি পর্ন-তারকা যুগল বান্দরবান থেকে গ্রেফতার

আহত রাসেলকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের নজরে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়