বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করল ঐকমত্য কমিশন

ছবি: সংগৃহীত
‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আবারও বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
রবিবার (১৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক ও ব্যারিস্টার তানিম হোসেইন শাওন।
এছাড়া আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন এবং বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ভার্চ্যুয়ালি আলোচনায় অংশ নেন।
সভায় পূর্বে আলোচিত প্রস্তাব ও সুপারিশগুলো পুনরায় পর্যালোচনা করা হয়। কমিশনের পক্ষে বৈঠকে অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা
জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি