এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আগামীকাল (সোমবার) থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে এই ঘোষণা দেন , এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব এবং আন্দোলনের অন্যতম সংগঠক অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।
তিনি বলেন, “আগামীকাল থেকে আমরা আমরণ অনশনে যাচ্ছি। পাশাপাশি ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আজকে ঘোষিত ৫ শতাংশ বাড়িভাড়া ভাতাকে আমরা প্রাথমিক বিজয় হিসেবে গ্রহণ করছি।”
দেলাওয়ার আজীজি আরও বলেন, “যখন ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতাসহ প্রজ্ঞাপন জারি হবে, তখনই চূড়ান্ত বিজয় সম্পন্ন হবে। প্রজ্ঞাপন জারি না হলে আমরা শ্রেণিকক্ষে ফিরব না।”
এর আগে বিকেলে শহীদ মিনার থেকে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ শিক্ষাভবন অভিমুখে অনুষ্ঠিত হয়। মিছিলটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মাজার সংলগ্ন রাস্তায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়। শিক্ষকরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ এবং ছয় প্লাটুন বিজিবি মোতায়েন ছিল।
বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষক নেতারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। দেড় ঘণ্টার বেশি হাইকোর্ট মাজার মোড়ে অবস্থান করার পর তারা শহীদ মিনারে ফিরে যান।
আরও পড়ুন: কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের প্রভাবে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধির প্রজ্ঞাপন সরকার রবিবার সকালে জারি করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি