News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৫, ১৯ অক্টোবর ২০২৫

কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে লাগা আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়েছে। ফায়ার সার্ভিস ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়ার সতর্কতা জারি করেছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তাজুল ইসলাম বলেন, “আগুন সোমবার ৪:৫৫ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। যদি আগুন নেভানোর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম থাকতো, তবে এত বেগে আগুন নিয়ন্ত্রণে আনতে হতো না। স্টিলের বেশি ব্যবহারের কারণে তাপ বেশি ধরে রাখা হয়েছিল।”

তিনি আরও জানান, ভবিষ্যতে সতর্কতার জন্য ফায়ারের ৪টি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করবে। কার্গো স্টোরটি সংকীর্ণ এবং ভেতরে প্রচুর দাহ্য উপাদান থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি যে ফায়ার সার্ভিসকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম থাকলে এত বড় দুর্ঘটনা হতো না’

তাজুল ইসলাম বলেন, “ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। ক্যামিকেলের কারণে পরিবেশের ঝুঁকি কিছুটা থাকলেও তা বেশি নয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ারের দুই সদস্য হালকা আহত হয়েছেন।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়