ডিএমপির ৫০ থানার ওসি বদলি
ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৫০ জন কর্মকর্তাকে বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক আদেশে এই বদলি করা হয়।
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে, গত ২ ডিসেম্বর দেশের ৫২৭ থানার ওসি লটারির মাধ্যমে নিয়োগ বা পদায়ন করে সরকার।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারা দেশে মোট ৬৩৯টি থানার মধ্যে জেলায় আছে ৫২৭ এবং মেট্রোপলিটন এলাকায় ১১০ থানা।
জেলা পর্যায়ের ৫২৭ ওসির মধ্যে ঢাকা রেঞ্জে ৯৮, চট্টগ্রামে ১১১, খুলনায় ৬৪, ময়মনসিংহে ৩৬, বরিশালে ৪৬, সিলেটে ৩৯, রাজশাহীতে ৭১ এবং রংপুরে ৬২ ওসি নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৬ নভেম্বর লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) নিয়োগ বা বদলি করা হয়।
পাশাপাশি কমপক্ষে ৩৩ জন অতিরিক্ত ডিআইজি পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








