News Bangladesh

কুড়িগ্রাম সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৫, ৪ ডিসেম্বর ২০২৫

কুড়িগ্রামে বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার

কুড়িগ্রামে বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকায় বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। 

প্রচণ্ড শীতের কারণে দুর্বল হয়ে পড়া বিশাল আকৃতির শকুনটি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের নজরে আসে। বাঁশঝাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় পাখিটিকে প্রথম দেখতে পান এলাকাবাসী।

খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী শিশু-কিশোরসহ স্থানীয় মানুষের ভিড় জমে যায় শকুনটি এক নজর দেখার জন্য। অনেকেই মুঠোফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

কুড়িগ্রামে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

স্থানীয় জাহাঙ্গীর রহমান জানান, তিনি প্রথম বাঁশঝাড়ে শকুনটিকে দেখতে পান। দুর্বলতার কারণে উড়তে না পারায় কাছে গিয়ে সহজেই সেটিকে ধরতে সক্ষম হন। পরে পাখিটিকে নিরাপদ স্থানে নিয়ে রাখা হয়।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন এবং প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে যাওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার জানান, “উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির শকুনটিকে প্রাণিসম্পদ কর্মকর্তা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন। পরে সুস্থতা নিশ্চিত করে পাখিটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয়দের ধারণা, শীতের তীব্রতায় ভারতের হিমালয় অঞ্চল থেকে খাদ্যের সন্ধানে উড়ে এসে বিপন্ন প্রজাতির এই শকুনটি ফুলবাড়ীতে আশ্রয় নিয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়