News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৮, ২২ অক্টোবর ২০২৫

অফিস ২০১৬ ও ২০১৯ সংস্করণের প্রযুক্তি সহায়তা বন্ধ করল মাইক্রোসফট

অফিস ২০১৬ ও ২০১৯ সংস্করণের প্রযুক্তি সহায়তা বন্ধ করল মাইক্রোসফট

ছবি: সংগৃহীত

১৪ অক্টোবর থেকে মাইক্রোসফট অফিস ২০১৬ ও অফিস ২০১৯ সংস্করণের জন্য আর কোনো নিরাপত্তা হালনাগাদ, ত্রুটি সংশোধন বা প্রযুক্তিগত সহায়তা দেবে না। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সফটওয়্যার দুটি ব্যবহার করা গেলেও এখন থেকে ব্যবহারকারীরা সাইবার হামলা ও নিরাপত্তা ঝুঁকির মুখে থাকবেন।

মাইক্রোসফটের তথ্যমতে, অফিস ২০১৬ সংস্করণের প্রধান সহায়তা কার্যক্রম শেষ হয় ২০২০ সালের অক্টোবর মাসে। তিন বছর পর একইভাবে অফিস ২০১৯-এর সহায়তাও শেষ হয়। এবার পূর্ণাঙ্গ সমর্থন প্রত্যাহারের ফলে পুরোনো সংস্করণ ব্যবহার করলে প্রতিষ্ঠানের নিরাপত্তা ও উৎপাদনশীলতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই যত দ্রুত সম্ভব নতুন সংস্করণে স্থানান্তরের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

একইসঙ্গে মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপ ফর বিজনেস ২০১৬ ও ২০১৯ সংস্করণের সহায়তাও এই সপ্তাহে শেষ হয়েছে। যদিও পুরোনো সংস্করণ ব্যবহার করা যাবে, তবু বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

আরও পড়ুন: চীন ও যুক্তরাষ্ট্রে আইফোন ১৭ বিক্রিতে রেকর্ড

এর আগে গত সপ্তাহে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্যও আর কোনো সফটওয়্যার হালনাগাদ বা কারিগরি সহায়তা দেওয়া হবে না। ফলে উইন্ডোজ ১০-চালিত কম্পিউটারগুলো সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারে। এ অবস্থায় মাইক্রোসফট ব্যবহারকারীদের উইন্ডোজ ১১-তে দ্রুত আপগ্রেড করার পরামর্শ দিয়েছে। সূত্র: ব্লিপিং কম্পিউটার

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়