মুখের কথায় চলবে কম্পিউটার, নতুন যুগে মাইক্রোসফট

ছবি: ইন্টারনেট
কম্পিউটার ব্যবহারে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি এমন এক ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে, যেখানে শুধুমাত্র মুখের কথায় (ভয়েস কমান্ডে) কম্পিউটার ও ল্যাপটপে বিভিন্ন কাজ করা যাবে। এজন্য উইন্ডোজ ১১ চালিত প্রতিটি ডিভাইসকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই-চালিত) পিসিতে রূপ দিতে চায় তারা।
এই নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা ‘কোপাইলট’ নামের একটি এআই চ্যাটবটের মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ দিতে পারবেন। অর্থাৎ টাইপ করার বদলে শুধু মুখে বলেই ফাইল খোলা, তথ্য অনুসন্ধান বা বিভিন্ন কাজ সম্পন্ন করা সম্ভব হবে।
মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেন, “আমরা এমন এক পরিবর্তনের পথে আছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু চ্যাটবট নয়, মানুষের দৈনন্দিন কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।”
তার মতে, মাইক্রোসফটের লক্ষ্য হলো পুরো উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে এমনভাবে তৈরি করা, যাতে এটি সত্যিকারের এআই পিসি হিসেবে কাজ করতে পারে।
ইতিমধ্যে মাইক্রোসফট উইন্ডোজ ১১-এ এমন কিছু নতুন ফিচার যুক্ত করেছে, যার মাধ্যমে সাধারণ ব্যবহারকারীরাও এআই সুবিধা নিতে পারবেন। ফলে আলাদা করে ‘কোপাইলট প্লাস পিসি’ কিনতে হবে না। তবে মুখের কথায় কম্পিউটার চালানোর পূর্ণ সুবিধা পেতে ব্যবহারকারীদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে।
মেহদি আরও বলেন, “আমরা চাই ব্যবহারকারীরা যেন কম্পিউটারের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন। ভয়েস হবে কম্পিউটার ব্যবহারের তৃতীয় মাধ্যম—কিবোর্ড ও মাউসের পাশাপাশি।”
আরও পড়ুন: ব্ল্যাকবেরি ক্লাসিক ফিরছে আধুনিক রূপে
তার মতে, এই পদ্ধতি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত ও উপভোগ্য করে তুলবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি