News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৯, ৬ ডিসেম্বর ২০২৫

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

ছবি: সংগৃহীত

উত্তরের সীমান্তজেলা পঞ্চগড় জুড়ে বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে নেমে ১১ ডিগ্রির ঘরে অবস্থান করছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ভোগান্তি বেড়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস ১১.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। তার আগের দিন শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে নেমে আসা হিমেল হাওয়ার প্রভাব বেশি পড়ছে তেঁতুলিয়ায়। 

তিনি বলেন, “মৌসুমের সর্বনিম্ন ১১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। বাতাসে আর্দ্রতার মাত্রাও বেশি। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।”

এদিকে তেঁতুলিয়া ও আশপাশের এলাকায় টানা কয়েকদিন ধরে হিমেল বাতাস বইছে। হঠাৎ বাড়তি শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। দিনের বেলায় রোদ থাকলেও ঠান্ডা কাটছে না; বরং বিকেল থেকে শীতের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে।

আরও পড়ুন: মিরপুর চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

শীতের তীব্রতার সঙ্গে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও। জেলা হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রের বহির্বিভাগে প্রতিদিনই রোগীর ভিড় বাড়ছে। শিশু ও বৃদ্ধরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। অবস্থা গুরুতর হলে তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়