News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১০, ৬ ডিসেম্বর ২০২৫

আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

ফাইল ছবি

রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। 

শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।

দগ্ধরা হলেন- মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬),মনিরা (১৭) এবং ইভা (৬)।

দগ্ধদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা আফরান মিয়া জানান, তার শ্বশুর জলিল মিয়ার পরিবার আগারগাঁওয়ের পাকা মার্কেটের পাশে একটি বাসায় থাকেন। ভোর সাড়ে ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের ছয়জনই দগ্ধ হন। পরে সকাল পৌনে ৮টার দিকে তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আরও পড়ুন: তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দগ্ধদের ড্রেসিং চলছে। তাই তাৎক্ষণিকভাবে কার কত শতাংশ দগ্ধ হয়েছেন তা জানানো সম্ভব হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়