ফেসবুক অ্যাপে নতুন ‘ফেড’ লোগো: মেটার পরিকল্পিত ব্র্যান্ড রিফ্রেশ
ছবি: সংগৃহীত
ফেসবুক অ্যাপ ব্যবহারকারীরা গত কয়েকদিন ধরে অ্যাপটি চালু করার সময় একটি নতুন ধরনের লোগো দেখতে পাচ্ছেন। পরিচিত নীল রঙের ‘f’–চিহ্নের পরিবর্তে সাদা-ফেডেড বা ধূসরাভ লোগো হঠাৎ চোখে পড়ায় অনেকেই একে প্রযুক্তিগত ত্রুটি বা বাগ বলে মনে করেছেন।
তবে বিষয়টি নিয়ে অনুসন্ধানে জানা যাচ্ছে, এটি কোনো গ্লিচ নয়; বরং মেটা ধীরে ধীরে একটি পরিকল্পিত ব্র্যান্ড রিফ্রেশ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি ব্যবহারকারীদের অভিযোগের পর প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে আলোচনায় উঠে এসেছে— মেটা আসলে তাদের ভিজ্যুয়াল আইডেন্টিটি আরও আধুনিক ও একীভূত করতে দীর্ঘমেয়াদি স্টাইল আপডেটের পথে এগোচ্ছে। নতুন লোগোতে পূর্বের ফ্ল্যাট-নীল রঙের জায়গায় আরও ঠান্ডা ও পরিশীলিত গ্রেডিয়েন্ট প্রয়োগ করা হয়েছে, যা শুধু দেখতে আধুনিকই নয়, বরং অ্যাপের লঞ্চ স্ক্রিনে হালকা ও গাঢ় উভয় ব্যাকগ্রাউন্ডেই বেশি চোখে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, পাঠযোগ্যতা বাড়ানো এবং ব্র্যান্ডকে আপডেটেড রাখা—উভয় উদ্দেশ্যেই এই পরিবর্তন কার্যকর।
মেটা ইকোসিস্টেম—ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে কয়েক বছর ধরে ভিজ্যুয়াল সামঞ্জস্যের দিকে এগোচ্ছে। একই ডিজাইন দর্শনের আওতায় তাদের রঙ, আইকন সেট এবং টাইপোগ্রাফিতে এক ধরনের সুসংগঠিত সরলতা বজায় রাখা হচ্ছে। ফেসবুকের নতুন ‘white-fade’ লোগোও এই একই কৌশলের অংশ বলে ডিজাইন বিশ্লেষকদের অভিমত।
আরও পড়ুন: তাইওয়ানে সর্ববৃহৎ এআই হার্ডওয়্যার কেন্দ্র খুললো গুগল
যদিও মেটা আনুষ্ঠানিকভাবে এখনও এই নতুন লোগো সম্পর্কে কোনো ঘোষণা দেয়নি, তবে বিশেষজ্ঞদের ধারণা—কোম্পানিটি ব্যবহারকারীদের অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত না করে ধাপে ধাপে পরিবর্তন পরীক্ষা করছে। ফলে লোগোটি কারও ফোনে দেখা যাচ্ছে, কারও ফোনে দেখা যাচ্ছে না—এটিও স্বাভাবিক বিষয়। পরিবর্তনটি ইচ্ছাকৃতভাবে এতটাই সূক্ষ্মভাবে আনা হচ্ছে যাতে ব্যবহারকারীর পরিচিতির মধ্যে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়, আবার ব্র্যান্ডটিও আধুনিক থাকে।
ফলত, ব্যবহারকারীদের ফোনে যে ফেডেড বা হালকা লোগো দেখা যাচ্ছে, তা কোনো বাগ নয় বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। বরং মেটা তাদের ইউআই (UI)–তে নতুন ভিজ্যুয়াল কিউ প্রয়োগ করছে, যা পরবর্তী বড় আপডেটের দিকেও ইঙ্গিত হতে পারে। ফলে যেসব ব্যবহারকারী এই পরিবর্তন দেখে উদ্বিগ্ন হয়েছেন বা অ্যাপের সমস্যার আশঙ্কা করেছেন—তাদের জন্য নিশ্চিন্ত হওয়ার মতো তথ্যই উঠে আসছে।
মেটা আনুষ্ঠানিক বিবৃতি না দেওয়া পর্যন্ত পরিবর্তনটি পরীক্ষামূলক নাকি স্থায়ী—তা পরিষ্কার নয়। তবে বর্তমান পরিস্থিতিতে ডিজাইন বিশেষজ্ঞরা একে ‘intentional brand refresh’ বলেই আখ্যা দিচ্ছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








