News Bangladesh

পঞ্চগড় সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৪, ২৮ নভেম্বর ২০২৫

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৫ ডিগ্রিতে

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৫ ডিগ্রিতে

ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে গভীর রাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস মিলিয়ে প্রচণ্ড শীত অনুভূত হয়। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, এই সপ্তাহজুড়ে জেলার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে। গতকাল বৃহস্পতিবার ১৩ দশমিক ২, বুধবার ১২ দশমিক ৯, মঙ্গলবার ১২ দশমিক ৮, সোমবার ১৩ দশমিক ৪, রোববার ১২ দশমিক ৬, শনিবার ১৪ দশমিক ৭ এবং শুক্রবার ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আরও পড়ুন: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনে রোদ থাকায় শীতের প্রভাব তুলনামূলক কম থাকে, তবে সন্ধ্যা নামলেই পরিস্থিতি পাল্টে যায়। সন্ধ্যার পর হিমেল হাওয়া বইতে শুরু করে, ফলে শীতের কাপড় ছাড়া বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়ে। রাতে ঠান্ডা এতটাই বেড়ে যায়, কম্বল না গায়ে দিলে ঘুমানোই কঠিন হয়ে দাঁড়ায়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘রাত বাড়লেই ঠান্ডা বাড়ে। সূর্য উঠলেই তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। আজ ১৩ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড হয়েছে। মাসের শেষে হালকা শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।’

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়