অপরিচিত দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জোরদারের নির্দেশ
ফাইল ছবি
সচিবালয়ে অপরিচিত দর্শনার্থীদের প্রবেশ রোধে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) ইস্যুতে কঠোরতা আনতে সব মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়ে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, মন্ত্রণালয়গুলোর একান্ত সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবদের মাধ্যমে দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের জন্য ওটিপি দেওয়া হয়। তবে দেখা যাচ্ছে- কিছু দর্শনার্থী এই ওটিপি ব্যবহার করে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। এতে কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কর্মকর্তাদের মধ্যে বিভ্রান্তি দেখা দিচ্ছে।
চিঠিতে নির্দেশনা দেওয়া হয়, পরিচয় যাচাই ছাড়া কোনো দর্শনার্থীকে ওটিপি না দেওয়ার জন্য। অপরিচিত, স্বল্পপরিচিত ও সন্দেহজনক ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য।
চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব ও সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ডিএমপির উপ-পুলিশ কমিশনারের কাছেও পাঠানো হয়েছে। পাশাপাশি সচিবালয়ের নিরাপত্তা আরও জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: লটারিতে এসপি নিয়োগে মেধাবীরা বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
উল্লেখ্য, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকে। এই দুই দিন অনুমোদিত কার্ডধারী ছাড়া কেউ প্রবেশ করতে পারেন না।
নিউজবাংলাদেশ.কম/এসবি








