News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৩, ২৪ নভেম্বর ২০২৫

নির্বাচন-গণভোট একসঙ্গে হলে বাজেট বাড়বে: অর্থ উপদেষ্টা

নির্বাচন-গণভোট একসঙ্গে হলে বাজেট বাড়বে: অর্থ উপদেষ্টা

ফাইল ছবি

নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করায় ব্যয় বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে এ বাড়তি ব্যয় সামলাতে কোনো সমস্যা হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। স্পর্শকাতর ভোটকেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা আছে, যার বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি আরও জানান, নির্বাচন ও গণভোট একদিনে আয়োজন করাই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত- পৃথিবীর অনেক দেশেই এমন ব্যবস্থা রয়েছে। দুটি আলাদা দিনে আয়োজন করা অত্যন্ত কঠিন হবে।

আরও পড়ুন: সার কারখানায় গ্যাসের দাম এক লাফে ১৩ টাকা বৃদ্ধি

ড. সালেহউদ্দিন বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণভোট যুক্ত হওয়ায় বাজেট আগের তুলনায় বাড়বে, তবে এতে কোনো জটিলতা তৈরি হবে না।

এছাড়া সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়