News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৭, ২৪ নভেম্বর ২০২৫

সংস্কার বলতে শুধু সংবিধানের সংস্কার বোঝানো যায় না: আইন উপদেষ্টা

সংস্কার বলতে শুধু সংবিধানের সংস্কার বোঝানো যায় না: আইন উপদেষ্টা

ফাইল ছবি

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সংস্কার বলতে শুধু সংবিধানের সংস্কার বোঝানো যায় না, বিভিন্ন ক্ষেত্রে ইতোমধ্যেই বহু সংস্কার হয়েছে।

 সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, “সংস্কার করতে হলে বাস্তবসম্মত হতে হবে। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে কি রাষ্ট্র কাঠামো দূর্বল হয়ে যাচ্ছে, তা ভেবেচিন্তা করতে হবে।” 

তিনি আরও জানান, শুধুমাত্র আইন মন্ত্রণালয়েই ২১টি সংস্কার করা হয়েছে। বিচার বিভাগের সংস্কারের ফলে আগামী পাঁচ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমার প্রত্যাশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আরও পড়ুন:  ঢাকা ত্যাগ করলেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামের আদালতে পাইলট প্রকল্প হিসেবে চালু হওয়া ই-পারিবারিক আদালতে ভুক্তভোগীরা অনলাইনে মামলা করতে পারবেন এবং পুরো বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনেই।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়