খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে: মেডিকেল বোর্ড
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন ধরা পড়েছে, যা হার্ট ও ফুসফুসেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।
রবিবার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. সিদ্দিকী জানান, চেস্ট ইনফেকশনের কারণে খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসও আক্রান্ত হয়েছে। আগামী ১২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে মেডিকেল বোর্ড।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন, তা এখনই বলা যাচ্ছে না। তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই পরবর্তী সিদ্ধান্ত হবে। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশানের ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে বিএনপি: তারেক রহমান
এরও আগে, গত ১৫ অক্টোবরও তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং একদিন পর বাসায় ফেরেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








