দেখা গেল জমাদিউস সানির চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু
প্রতীকী ছবি
অবশেষে হিজরি চন্দ্রবর্ষের ষষ্ঠ মাস জমাদিউস সানি শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে চাঁদ দেখা গেছে, এমন ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।
শুক্রবার (২১ নভেম্বর) ইসলামিক চাঁদ পর্যবেক্ষণ প্রকল্পের (আইসিওপি) সদস্যদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ ঘোষণা আসে। চাঁদটির ছবি মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও লিবিয়া থেকে অ্যাস্ট্রোফটোগ্রাফির মাধ্যমে ধারণ করা হয়েছে। ইরানে দূরবীন ও টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা গেছে। ইয়েমেন, মরক্কো ও ঘানা থেকে খালি চোখেও চাঁদ দেখা গেছে।
জমাদিউস সানি মাসটি নির্দিষ্ট কোনো ধর্মীয় বিধান বা অনুষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও রমজানের আগের তিন মাসের হিসাব নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ মাস নিশ্চিত হওয়ায় রমজানের ক্ষণগণনা শুরু হয়েছে। বর্তমান হিসাব অনুযায়ী, রমজান ১৪৪৭ হিজরির শুরুর বাকি সময় আনুমানিক ৮৮ থেকে ৯০ দিন।
আরও পড়ুন: আজকের ভূমিকম্প আমাদের জন্য বড় সতর্কবার্তা: আহমাদুল্লাহ
যদিও চাঁদ দেখা যাওয়ায় রমজানের সম্ভাব্য শুরুর তারিখ জানা গেলেও চূড়ান্ত তারিখ ঘোষণা হবে প্রচলিত চাঁদ দেখা প্রক্রিয়া অনুসারে। পূর্বাভাস অনুযায়ী, রমজান ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে এবং ৩০ রোজা শেষে ঈদুল ফিতর আগামী ২০ মার্চ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এই পূর্বাভাস দিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








