News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩০, ২১ নভেম্বর ২০২৫

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারেন খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে শারীরিক অবস্থা অনুকূলে থাকলে তিনি গুলশানের বাসভবন থেকে অনুষ্ঠানের উদ্দেশে রওনা দেবেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর। 

তিনি বলেন, “ম্যাডাম (খালেদা জিয়া) বর্তমানে কিছুটা অসুস্থ। তবে শুক্রবার অবস্থার উন্নতি হলে তিনি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন।”

আরও পড়ুন: ৫টি জরুরি অগ্রাধিকার বাস্তবায়নে বিএনপির পরিকল্পনা ঘোষণা

এর আগে গত বছরও সশস্ত্র বাহিনী দিবসের একই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। সেদিন তিনি সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে স্বাগত জানান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়