অ্যাশেজে প্রথমবারের মতো আম্পায়ারিং করছেন বাংলাদেশি সৈকত
ছবি: সংগৃহীত
অ্যাশেজ সিরিজের পার্থ টেস্ট দিয়ে মাঠে গড়িয়েছে ঐতিহ্যবাহী লড়াই। এ ম্যাচে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত- যিনি প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাশেজে আম্পায়ারিং করছেন।
আইসিসির এলিট প্যানেলের সদস্য সৈকত আগামী ব্রিসবেন টেস্টে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগেও তিনি বর্ডার-গাভাস্কার ট্রফিসহ বেশ কয়েকটি বড় সিরিজে দায়িত্ব পালন করেছেন।
গত বছর মার্চে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি ছিলেন শরফুদ্দৌলা। মাঠে তাঁর বিচক্ষণ সিদ্ধান্ত বহুবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রশংসা কুড়িয়েছে।
এজবাস্টন টেস্টে দুর্দান্ত আম্পায়ারিংয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তার পারফরম্যান্সের প্রশংসা হয়েছে।
আরও পড়ুন: মুশফিক-লিটনের রেকর্ড জুটিতে বাংলাদেশের সংগ্রহ ৪৭৬
অনেকে লিখেছেন, “এই ম্যাচে অসাধারণ আম্পায়ারিং হয়েছে। সাধারণত ক্রসিং গ্যাফানরি কাছ থেকে এতটা মান আশা করা যায় না; তবে শরফুদ্দৌলা সৈকত সত্যিই দারুণ ছিলেন।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








