News Bangladesh

শিক্ষা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৮, ২১ নভেম্বর ২০২৫

সরকারি স্কুলে আজ থেকে ভর্তির আবেদন শুরু, জেনে নিন নতুন নিয়ম

সরকারি স্কুলে আজ থেকে ভর্তির আবেদন শুরু, জেনে নিন নতুন নিয়ম

ছবি: সংগৃহীত

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন  শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি প্রকাশ করেছে।

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী শিক্ষার্থীরা https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করে এবং টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করবেন।

আবেদন প্রক্রিয়া

ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুযায়ী সব তথ্য পূরণ করতে হবে।

যেসব শিক্ষার্থী বিভিন্ন কোটায় আবেদন করবেন, তাঁদের সংশ্লিষ্ট বক্সে অবশ্যই ‘✔’ চিহ্ন দিতে হবে।

আবেদনপত্রে ৩০০×৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি JPEG ফরম্যাটে আপলোড করতে হবে।

আবেদন সাবমিটের পর ছবিসহ Application Preview দেখা যাবে এবং একটি User ID-সহ Applicant’s Copy পাওয়া যাবে।

আবেদনপত্রের প্রিন্ট বা ডাউনলোড কপি সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মাউশি বলেছে, আবেদনপত্রে দেওয়া তথ্যই পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে। তাই সাবমিটের আগে সব তথ্য ভালোভাবে যাচাই করতে হবে।

আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

প্রতি আবেদনের জন্য ফি ১০০ টাকা। এটি টেলিটক প্রি-পেইড নম্বর থেকে দুইটি এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

প্রথম SMS
GSA <space> User ID পাঠাতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: GSA ABCDEF

ফিরতি বার্তায় প্রার্থীর নাম ও PIN নম্বর পাঠানো হবে।

দ্বিতীয় SMS
PIN ব্যবহার করে দ্বিতীয় বার্তা পাঠাতে হবে (নির্দেশনা অনুযায়ী)।

অন্যান্য নির্দেশনা

ভর্তি সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

একই স্কুলে একাধিক আবেদন জমা দিয়ে প্রতারণার চেষ্টা করলে আবেদন বাতিল হবে।

আরও পড়ুন: ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি

লগইনের পর ‘Summary’ বাটনে ক্লিক করে পূরণকৃত তথ্য দেখা ও প্রিন্ট করা যাবে। প্রয়োজন হলে তথ্য সংশোধন করে পুনরায় সেভ করা যাবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়